মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ
বরিশাল-খুলনা মহাসড়ক ষাটপাকিয়াতে রেইন্ট্রি গাছের ডাল পড়ে মটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন মনির হোসেন আকন নামে এক প্রশাসনিক কর্মকর্তা।তিনি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন।গতকাল সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। ষাটপাকিয়া বাজারেও লোকজনের উপস্থিতি কম ছিল। রাত সোয়া ১০টার দিকে মনির মটর সাইকেল যোগে স্ত্রীসহ বরিশাল থেকে ঝালকাঠি যাচ্ছিলেন। হঠাৎ বিকট চিৎকার শুনে দৌড়ে গেলে রাস্তায় যুবকের নিথর দেহ দেখা যায়। পাশে ছিলেন এক নারী। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন আকনের মৃত্যুতে জেলা প্রশাসনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, গাছের ডাল পড়ে একজন সরকারী চাকুরিজীবী নিহত হয়েছেন। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে|