রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নাগরিক আটক  শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আনিছুর রহমান সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে আটক- ০২ মুন্সীগঞ্জ মিরকাদিমে জেলা বিএনপির পূজা মন্ডপ পরিদর্শনে অনুদান প্রদান শ্রীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ফরহাদ হোসেন কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুরের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার আর নেই  বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কালিগঞ্জের মন্ডপে মন্ডপে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর শুভেচ্ছা  কালিগঞ্জে গ্রীল ও তালা কেটে দশ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুট, অসুস্থ ৭ জন সুন্দরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশিদ বিজয়ী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৮৫ বার পঠিত

শেখ শোভন আহমেদ,নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী এম হারুন অর রশিদ জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চশমা প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত । তবে টেকনিক্যাল ত্রুটি ও শেষ মূহুর্তে ভোটারদের উপস্থিতির কারণে ঝিনাইদহ সদর উপজেলা ভোটকেন্দ্রে ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হয়। এ নির্বাচনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগন ভোটাধিকার প্রয়োগ ও তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। সকল কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঝিনাইদহের ছয়টি উপজেলার ছয়টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ৯৫৪, ভোটকেন্দ্র ৬টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৪৩, মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪১, বাতিলকৃত ভোটের সংখ্যা ০২, মোট অনুপস্থিত ভোটার সংখ্যা ০৭ জন।
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ২জন ও সাধারণ সদস্য হিসেবে ৬জন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-১ এ অনিতা বিশ্বাস টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭৮ ভোট। সংরক্ষিত মহিলা আসন-২ এ আনোয়ারা খাতুন পেয়েছেন ১৬৩ ভোট। সাধারণ সদস্য হিসেবে সাধারণ আসন-১ এ মুক্তার আহমেদ মৃধা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট। সাধারণ আসন-২ এ মোঃ আলাউদ্দিন অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। সাধারণ আসন-৩ এ মোরাদিম মোস্তাকিম মনির ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৫০ ভোট। সাধারণ আসন-৪ এ দুইজন প্রার্থী সমান ৭৯ ভোট পাওয়ায় রিটার্নিং অফিসার ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সামনে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন মোঃ জসিম উদ্দিন সেলিম। সাধারণ আসন-৫ এ রাজিবুল কবির তালা প্রতীকে পেয়েছেন ২৭ ভোট। সাধারণ আসন-৬ এ মোঃ লিটন বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১৪৩ ভোট।
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব মনিরা বেগম এ তথ্য নিশ্চিত করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।