নিজস্ব প্রতিনিধিঃ
ভাটির প্রবেশদ্বার নামে ক্ষেত ভাটি অঞ্চলের সাথে একমাত্র যোগাযোগ রক্ষাকারী নান্দাইল -তাড়াইল সিএন্ডবি সড়ক।এটি একটি ব্যস্ততম সড়ক।প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে বাস ট্রাকসহ নানা ধরনের শতশত গাড়ি।ব্যস্ততম এই সড়ককে উলুহাটি শিমুুলতলা বাজার সংলগ্ন (পূর্বপাশে)১৫দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আটকে আছে একটি বড় ধরনের রেইনট্রি গাছ।যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বিকল্প কোন সড়ক না থাকায় এ ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।দীর্ঘদিন ধরে গাছটি এভাবে পড়ে থাকলেও নজরে আসেনি সড়ক ও জনপথ বিভাগের। বিগত ২০২২ ইং সালে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঝুঁকিপূর্ণ গাছের নাম মাত্র টেন্ডার দিয়ে হরিলুট করে মহামূল্যবান গাছ কেটে নিয়ে যায়।আর ঝুঁকিপূর্ণ গুলো রয়েই গেল।
পরিবহন মালিক,পথচারী ও সর্বস্তরের জনগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গাছটি অতিদ্রুত অপসরণের দাবি জানিয়েছেন।