নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কেউ কেউ টাকা ছড়াচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আমরা ব্যবসা-বাণিজ্য করার ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। অনেককে একেবারে সেই বলতে গেলে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে। তাদের পয়সা বানানোর, ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিয়েছি; মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। এখন তারা টাকা ছড়ায়; তারা মনে করে, টাকা দিয়েই সব কেনা যাবে।
“আমি এই টাকাওয়ালাদের টাকা ছড়ানো…খুব ভালো কথা, টাকা তারা ছড়াক। কারণ যতো টাকা বানিয়েছে কিছু যাবে জনগণের হাতে। তবে একটা কথা স্মরণ করাতে চাই, ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না, টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না।”
মঙ্গলবার বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব বলেন।
তিনি বলেন, “এ (ফরিদপুরের) মাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাটি, এই মাটি খাঁটি মাটি। কাজেই একমাত্র নৌকা; এই নৌকা মার্কা- সেই দিবে আপনাদের সমাধান। কাজেই সেই কথাটাই সবাইকে মনে রাখতে হবে।”
প্রায় ৪০ মিনিটের বক্তৃতায় তার সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে দেশকে আরও এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
নুহু নবীর নৌকা মহাপ্লাবন থেকে মানবজাতিকে রক্ষা করেছিল উল্লেখ করে তিনি বলেন, “আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এই নৌকা মার্কা। এই নৌকা মার্কা ক্ষমতায় এলে দেশের মানুষের উন্নতি হয়।”
এর আগে তিনি ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার নৌকার প্রার্থীদের পরিচয় করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আগে দক্ষিণের মানুষকে রাজধানীতে যাতায়াত করতে নদীপথের ঝক্কি পোহাতে হতো, সেখানে পদ্মা সেতু চালু করায় যে সুফল মিলছে তা মনে করিয়ে দেন বঙ্গবন্ধুকন্যা।
তিনি বলেন, “আজকে প্রায় সাড়ে ১১টার পরে রওনা হয়ে ফরিদপুর চলে এসেছি। মাত্র দুই ঘণ্টা, সোয়া দুই ঘণ্টার মধ্যে ফরিদপুর আর ঢাকা। আমাদের শুধু ফরিদপুর না, গোটা দক্ষিণ অঞ্চল- প্রত্যেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, পুল-ব্রিজ ব্যাপকভাবে করে দিয়েছি।
“যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি, আরও কাজ বাকি। আমাদেরকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”
প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার এক পর্যায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে এবার আমরা নমিনেশন দিয়েছি- সাকিব আল হাসান। সে বলছে, বক্তৃতা দিতে পারে না।
“আমি বলেছি, বক্তৃতা দেওয়ার দরকার নেই। তুমি খালি বলবা যে, তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পার; তাহলেই হবে। এইবারে ইলেকশনে ছক্কা মেরে দিয়ো।”
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার দিলীপ বড়ুয়া, শাহদাব আকবর লাবু চৌধুরী, সাকিব আল হাসান, জিল্লুল হাকিম, বীরেন শিকদার, ইশতিয়াক আরিফ, অমিতাভ বোস প্রমুখ।