শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

টাঙ্গাইল জেলার  মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ঘাটে নৌকা পারাপারের সময় আনসার সদস্য নিখোঁজ হওয়া লাশ উদ্ধার 

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলা  মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ঘাটে  লৌহজং নদী পারাপারের সময় এক আনসার সদস্য
নিখোঁজ হয়। রোববার (২২অক্টোবর) ভোর ৪টায় রণদা ঘাটে এ
ঘটনা ঘটে।
নিখোঁজ ওই আনসার সদস্য কুমুদিনী হাসপাতালে কর্মরত ছিলেন। জানা যায়
সে নরসিংদী জেলার মনহরদী উপজেলার ডুমুরপাড়া গ্রামের মো. হেলাল
উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম(২৮)।
প্রত্যক্ষদর্শী মাঝি কালিপদ মণ্ডল ও সিয়াম জানান, নিখোঁজ ওই আনসার
সদস্য রাতে ডিউটি শেষে রণদা নাট মন্দির থেকে কুমুদিনীতে যাওয়ার
উদ্দেশে নদী পারাপারের সময় নৌকার রশি টানতে থাকে রশি দিয়ে নৌকা পারাপার করতে হয়  ।  একপর্যায়ে রশি
থেকে হাত ফসকে সে নদীতে পড়ে যায়, পরে তাকে উত্তর পাশে যেতে বলা
হলেও স্রোতে সে ভেসে যেতে থাকে এবং ‘ওই’ বলে চিৎকার দিয়ে নদীর
তলদেশে ডুবে যায়। অন্ধকার থাকায় পরে তাকে আর খোঁজে পাওয়া
যায়নি।
এ ঘটনায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ সদস্যের
একটি উদ্ধারকারী দল উদ্ধার কাজ করছে। ভোর থেকে ডুবুরি
দল লৌহজং নদীর বিভিন্ন পয়েন্টে কাজ করছে।
এ ঘটনায় সকালে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, উপজেলা
নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী পুলিশ সুপার
(মির্জাপুর সার্কেল) মনসুর মূসা, ওসি রেজাউল করিম, পরিদর্শক
(তদন্ত) গিয়াস উদ্দিন, টাঙ্গাইল আনসার ও ভিডিপর কমান্ডেন্ট ইব্রাহীম
খলিল, সহকারী কমান্ডেন্ট মাসুদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। রবিবার সন্ধা  পর্যন্ত নিখোঁজ
আনসার সদস্যের সন্ধান মেলেনি। আজ সোমবার বেলা আনুমানিক ১২ টা ৩০ মিনিটে কুমুদিনী হাসপাতালের পুর্ব দিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে সক্ষম হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।