উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নিয়মিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও কমিটির সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ নতুন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাবলুর রহমান সকল সদস্যকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরে বিদ্যালয়ের সভাপতি মোঃ বাবলুর রহমান সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাতেম আলী সরদার। এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা কমিটির সভাপতি মোঃ মণিরুজ্জামান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মাষ্টার এরশাদ আলী, নতুন কমিটির অভিভাবক সদস্য আলামীন, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তাসলিমা খাতুন প্রমুখ সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ ও এলাকার সুধী সমাজ। নতুন কমিটির সভাপতি বাবলুর রহমান, তার বক্তব্যে বলেছেন- বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং শিক্ষার মান উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা করা হবে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। যেনো এ প্রতিষ্ঠানের সকল কাজ ও সেবা সুষ্ঠভাবে করতে পারি।