সুদর্শন চক্রবর্ত্তী,নিজস্ব প্রতিবেদক:
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সিসিবিএল রেস্টুরেন্টের সামনে সেবা গ্রীন লাইন পরিবহনের সঙ্গে একটি তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সেবা গ্রীন লাইনের বাসটি সিসিবিএল রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাকটি বাসটিকে ধাক্কা দেয় এবং তেলবাহী ট্রাকটি দ্রুত সেখান থেকে সরে যায়।
এতে সেবা গ্রীন লাইন পরিবহনের হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িতে থাকা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। প্রায় দুই ঘণ্টা সড়ক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।