বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

তালায় আদম পাচারকারী পিতা-পুত্রের খপ্পড়ে শতাধীক পরিবার নিঃস্ব।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

মোঃ জমির উদ্দিন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

তালায় একাধীক মামলার আসামী,আদম ব্যবসায়ী পিতা ও ৩ পুত্র’র খপ্পড়ে পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে শতাধীক পরিবার। তাদের অপকর্মের প্রতিবাদ করায় মিথ্যা মামলা সহ নানা প্রকারের হুমকীতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ভূক্তভোগী এলাকাবাসী প্রতারক কাদের মালীর পরিবারের বিচার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
জানাযায়, তালা উপজেলার বারুইহাটি গ্রামের মৃতঃ সামাদ মালীর পুত্র আব্দুল কাদের মালী ও তার ৩ পুত্র মিজানুর, রেজাউল, আরিফুল সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দেওয়া সহ বিদেশে মোটা বেতনে চকুরী দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। প্রতারক পিতা ও ৩ পুত্রের বিরুদ্ধে তালা থানা, পাইকগাছা থানা, সাতক্ষীরা আদালতে প্রতারনা ও নারী নির্যাতন মামলা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধীক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
তথ্যনুসন্ধানে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসের নৈশ্য প্রহরী ও পরে ডুপ্লিকেটিং মেশিন অপরেটরে চাকুরী করাকালীন সময়ে আব্দুল কাদের মালী অর্থ কেলেংকারী সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধীক দাপ্তরিক অভিযোগ সহ প্রতারনা মামলা বিচারাধীন রয়েছে। তালা থানার মামলা নং: ২১ তাং: ৮/০৪/২০ খ্রি: ধারা-৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৫০৬।
কাদের মালীর বড় ছেলে মিজানুরের বিরুদ্ধে ২ টি মামলায় একটিতে ২ বছরের সশ্রম কারাদন্ড অপর মামলায় ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৮ লক্ষ টাকার অর্থদন্ড প্রাপ্ত ফেরারী আসামী।
মেঝো ছেলে রেজাউল করিম পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে তালা ও পাইকগাছা থানায় বিদেশে চাকরি দেওয়ার নামে অর্থ আতœস্বাতের একাধীক অভিযোগ রয়েছে।
ছোট ছেলে আরিফুল ইসলাম বাবু সাতক্ষীরা আদালতের বিচারাধীন প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী । তালা থানার মামলা নং:- ২১ তাং: ৮/০৪/২০ খ্রি:। আদম পাচার ও প্রতারণার মামলায় পুলিশের খাতায় ফেরারী হলেও সম্প্রতি ঢাকা, নারায়নগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতারনার মাধ্যমে শতাধীক মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে আরিফুল ইসলাম বাবলু। ভূক্তভোগীরা সম্প্রতি তালা ও পাইকগাছা থানায় ডজন খানেক অভিযোগ দিয়েছেন।
পাইকগাছার কপিলমুনি এলাকার জাহিদুল ইসলাম জানান, আরিফুল ইসলাম বাবলুর সহযোগী নিজের মেঝো ভাই রেজাউল মালী আমাদের কাছ থেকে টাকা নিয়েছে । রেজাউল পাইকগাছা থেকে প্রতারণা করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে তার প্রমান রয়েছে।
এদিকে প্রতারণার সংবাদ প্রকাশ করায় তালার সাংবাদিক শামিম খানকে মিথ্যা মামলার জড়ানোর চেষ্টা চালাচ্ছে প্রতারক কাদের মালীর পরিবার । সাংবাদিক শামিম খান জানান, প্রতারক কাদের মালীর ৩ পুত্র মামলার ফেরারী আসামী হয়েও বহাল তবিয়তে প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তালা বারুহাটি গ্রামের মোকবুল হোসেন জানান, কাদের মালীর পরিবারের সবাই প্রতারক, আদম পাচারকারী। তাদের অপকর্মের প্রতিবিাদ করে মিথ্যা মামলায় অনেককে হয়রানী করেছে। যা আদালতে মিথ্যাও প্রমানিত হয়েছে। তালার বারুইহাটি গ্রামের কাশেম জামাদ্দারের ছেলে হুমায়ন কবির জানান, কাদের মালীর পরিবারের প্রতারণার শেষ নেই, সালিশ বিচার করতে করতে আমিও অতিষ্ট। ওদের কাছে আমিও টাকা পাবো, খুব তাড়াতাড়ি আমিও মামলা করবো।
এ বিষয়ে অভিযুক্ত কাদের মালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা টাকা নিয়েছি, বিদেশে পাঠিয়েছি, চাকরি হওয়ার আগেই অনেকে ফিরে এসে ঝামেলা করছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।