আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার হিফ্জুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন হাফেজ’র মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) মানিকহার হিফ্জুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে মানব কল্যানে মানিকহার সংগঠন এর আয়োজনে
মানিকহার হিফ্জুল কুরআন মাদ্রাসার সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিক এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. রাফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আলম, ধানদিয়া ইউনিয়র আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, প্রভাষক শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য মো: খায়রুজ্জামান সরদার প্রমুখ।
অনুষ্ঠানে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন মাওঃ মাসুদ রেজা বিন আজিজুর রহমান।
অনুষ্ঠানে হিফ্জ সমাপ্তকারী হাফেজ সাকিবুল্লাহ’র মাথায় পাগড়ী পরিয়ে দেয়া হয় এবং তার হাতে পবিত্র কুরআন শরীফ, জায়নামাজ, টুপিসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পাগড়ী পরিয়ে দেন সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান।