তালা প্রতিনিধি ঃ
তালায় আওয়ামীলীগনেতা সাবেক ইউপি মেম্বারের অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ১৩ ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তালার তেতুলিয়ার আড়ংপাড়া বাজারে ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, সাবেক ইউপি মেম্বার বাবুর আলী গাজী গত ইউপি নির্বাচনে একই এলাকা বর্তমান মেম্বারের সাথে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার পর থেকে বর্তমান মেম্বারের সমর্থকরা বাবুর আলী গাজীর সমর্থকদের মারধর, চাদা দাবীসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। ক্ষতিগ্রস্ত বাবুর আলী গাজী জানান,নির্বাচনে হেরে যাওয়ার জের ধরে ১৩ ই অক্টোবর সন্ধ্যায় আড়ংপাড়া এলাকার বহু বিবাহের হুতা আশরাফুজ্জামান রুবেল (৩৮),চাদাবাজ রাশিদুল ইসলাম শেখ (৪৬),ডুমুরিয়ার একসময়ের ত্রাশ মাসুদ পারভেজ (৪০) ও হাসিবুর রহমান, শেখ শহিদুল ইসলাম,সুধখোর সোহরাব মোড়ল নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজারে সাবেক মেম্বার বাবুর আলী গাজী অফিসে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার টেবিল ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান হামলার সময় জাতপুর ফাড়ির টুআইসি উপস্থিত ছিলেন। পুলিশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বাশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অফিস ভাংচুর করে তারা।
এসময় বাজারে অবস্থানরত আবুল গাজী, আনিচ শেখসহ অন্যান্যরা জানান,লাঠি নিয়ে বাবর আলী গাজীর অফিস ভাংচুর করতে আসা পারভেজসহ তার লোকদের আমরা নিষেধ করলে আমাদের মারধর করে এক পর্যায় বাজারে জনগন তাদের ধাওয়া দেয় পরে তারা পালিয়ে যায়।
এ বিষয় হামলাকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ ( ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এটা দলীয় কোন কোন্দল না, এটা জাস্ট পারিবারিক বিষয়। তবে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।