মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ
তালা উপজেলার পল্লীতে ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা। একই সাথে নিষেধাজ্ঞা আমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশ সুত্রে জানা গেছে। সোমবার (৩ এপ্রিল) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ দেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, কিছুদিন আগে তালা উপজেলার বাগমারা গ্রামের অশোক কুন্ডুর ছেলে রনজিৎ কুন্ডুর সাথে পাশর্বর্তী খলিষখালী গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়। পরে ঘটনাটি স্থানীয়রা তাকে জানালে সোমবার ওই ছেলেসহ অভিভাবকদের অফিসে হাজির করা হয়।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে ওইদিনই মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ছেলের বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
এছাড়া এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করে দেওয়া হয়, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ কথা জানান।