এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের সক্রিয় অভিযানে, চোরাই কারবারিসহ, অবৈধ কয়লার চালান আটক করেছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (৭অক্টোবর) ভোর রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে, এস আই গোলাম হাক্কানির এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে,বিশেষ অভিযান পরিচালনা করে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলাইতাহিরপুর গ্রামের পশ্বিম পাশে আলংঢর নদীর থেকে চোরাইকারবারির অবৈধ কয়লা বোঝাই স্টিলবডি নৌকাসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেন তিনি। আটককৃত চোরাই কয়লার আনুমানিক পরিমাণ হবে ৭ মেঃটন।
এ মামলার আয়ু এস, আই, গোলাম হাক্কানি, যিনি নিজেই চোরা চালানের অবৈধ কয়লাসহ চোরাই কারবারিকে আটক করেন।তিনি বলেন, চোরা চালান প্রতিরোধে তাহিরপুর থানা পুলিশ সক্রিয় অবস্থান রয়েছে।
আটককৃত আসামিরা,(১) আলী হোসেন এর পিতাঃ- আলী নূর মিয়া( ২) সালেম এর পিতাঃ- শাহ নূর, (৩) ইব্রাহিম এর পিতাঃ- আবুল কালাম’ (৪) রুহেল মিয়া’র পিতাঃ- উজ্জ্বল মিয়া’ (৫) মুক্তার হোসেন এর পিতাঃ- অদুদ মিয়া’। সর্ব আসামীর ঠিকানা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং, বেতাগড়া, মন্দিয়াতা গ্রামের ।
এছাড়াও আর ৭ জনকে পলাতক আসামি দেখানো হয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচাহনিদের বিরুদ্ধে, তাহিরপুর থানার এস, আই, আল আমীন পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।