এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী বড়ছড়া নামক স্থানে অনুপ্রবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০মে দুপুরে উপজেলার, তাহিরপুর কয়লা আমদানি গ্ৰুপের উদ্যোগে এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমদানিকারক গ্ৰুপের সভাপতি হাজী আলহাজ্ব উদ্দিন খন্দকার, এর সভাপতিত্বে ও সমিতির সচিব রাজেশ ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর এর যৌথ পরিচালনায়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য,মোঃ মোয়াজ্জেম হোসেন রতন,(এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা প্রশাসক,দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ ২৮বিজিবির অধিনায়ক,লে.কর্নেল মোঃ মাহবুবুর রহমান,সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ এহসান শাহ্।এছাড়াও আমন্ত্রিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,সুপ্রভাত চাকমা,তাহিরপুর থানা ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি,আবুল হোসেন খান,তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন,এ সভায় বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ছাত্রলীগ,যুবলীগ কর্মীবৃন্দ।