এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ-দিবস উপলক্ষে মানববন্ধন, র্যারী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ কার্যালয় চত্ত্বরে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সমন্বয়ে মানববন্ধনের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে, একটি র্যারী বেড় করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, বঙ্গবন্ধু কর্নার হল কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাহমুদুল হাসান, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির, সভাপতি গোলাম মস্তফা, সাধারণ সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহসভাপতি আবুল কাশেম, সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র- ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ।