শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমরা জাতি হিসেবে আজ লজ্জিত কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ নারী শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক বকশীগঞ্জে অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের বিরুদ্ধে সাবেক মেয়র সহ তিনজনের সংবাদ সম্মেলন বকশীগঞ্জে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:): জশনে জুলুস অনুষ্ঠিত । মুন্সীগঞ্জে মিরকাদিম ছাত্রদল নেতা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করলেন – জসীমউদ্দিন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্য বরণ ও সেরা সদস্যদের মাঝে সম্মননা ক্রেস্ট বিতরণ ২০২৪ইং বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কালিগঞ্জে বর্তমান চেয়াম্যানের বাড়ি জ্বালানোয় মামলা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান  বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

তাহিরপুরে আমন ধানের বাষ্পার ফলন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

এস এ আখঞ্জী,তাহিরপুঃ-

মেঘালয়ের সীমান্ত ঘেঁষা, সবুজ সমারোহের চকে, কৃষকের রোপণ করা আমন ধানের চারা, যৌবনে পরিপূর্ণ হয়ে,সেজেছে  হলুদ গালিছার আবরণে।  পরিপোক্ষ ধান আজ রুপ নিয়েছে  বাম্পার ফলনে। নিয়তির এই নিয়ামতের  বাম্পার ফলনে দেখে,  কৃষকের খুশির জোয়ার বইছে প্রতিটি কৃষক- কৃষাণীর পরিবারে।

২৩ অক্টোবর সকালে, সরজমিন ঘুরে দেখা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার, উত্তর বড়দল ইউনিয়নের রাজাই, চানপুর, করইগড়ার আবাদি জমির ফসল বাম্পার ফলনে।

চক সমুহে শুধু ধান আর ধান। মৃদু বাতাসে ধানের শীষ হেলে দুলে কৃষকের মনে দোলা দিচ্ছে। আর কদিন পরেই ধান কাটা শুরু হবে।  কৃষকরা বুক  ভরা স্বপ্ন নিয়ে অপেক্ষার প্রহর গুনছে।

উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নেই আমন ধানের চারা রোপণ করেছে কৃষক।  বাদাঘাট, বালিজুরী,ও সদর,উত্তর শ্রীপুর, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল।

কৃষকের কষ্টার্জিত সোনালী ফসল  উর্বর মাটির গুণে দ্নিগুনে এবার। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে,  চাহিদা মিটিয়ে ও

প্রতিটি কৃষকের পরিবার থেকে কিছু ধান বিক্রয় করে আয় করা সম্ভব হবে।

 

উপজেলার তরং গ্রামের ময়নূল ইসলাম তালুকদার বলেন, আমি একজন কৃষক প্রতি বছরেই বোর ধান চাষাবাদ করি। চাষবাস সম্মন্ধে ধারণা আছে আমার। তবে চলতি বছরের, আমন ধানের ফলন দেখে অবাক। মনে হয় বোর ধানের চেয়ে, আমন ধান বেশী হবে ।

 

উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শেখ মোস্তফা বলেন, আমি ও  দুই একক জমিতে আমন ধান রোপণ করেছি।  আশা অনুরুপ  ফসল হয়েছে।যদি ঘরে তুলতে পারি, চাহিদা মিটিয়ে ও কিছু বিক্রয় করতে পারব। সত্য কথা বলতে, কষক বান্ধব সরকার। কৃষকের সুবিধার্তে বীজ, সার,  নগদ টাকা দিয়ে ও সহায়তা করছেন।

 

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, ৬হাজার ৩শত ৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। উৎপাদনে এর লক্ষ্য মাত্র  ধরা হয়েছে ১৫হাজার ১শত ৮৩ মেঃটন ধান।

 

তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা বলেন, এবার বাষ্পা ফলন হয়েছে।

লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরও বলেন

কৃষকের সোনালী ফসল ঘরে তুলতে,কম্ভাইটহাভেষ্টার মেশিন দেওয়া হবে। এতে শ্রমিক সংকট দেখা দিবে না। নিদিষ্ট সময়ের মধ্যেই, গোলায় ওঠবে  ধান।

কাটা শেষ  হবে দ্রুত ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।