এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শীতার্ত মানুষের কষ্ট লাগবে, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে,নববর্ষের শুরু লগ্নে, রাতে আধারে দরিদ্র – হতদরিদ্র,গরীব-দুঃখীদের,বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
ইংরেজি নববর্ষের শুভ লগ্ন , শনিবার রাত ১২টা ১মিনিটের পর ২০২৩ সালের যাত্রা শুরু প্রাক্কালে, উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ৫০টি পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি সহ উপজেলা প্রশাসনের কর্মচারী বৃন্দ প্রমুখ।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন,শীতার্ত মানুষের কষ্ট লাঘবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। তিনি আরও বলেন, তীব্র শীতে, গরীব দুঃখী মানুষ, উষ্ণতা অনুভব করতে পারে , সেই উপলক্ষে , নতুন বছর শুরু থেকেই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
অন্য দিকে, রবিবার( ১ জানুয়ারি) সকাল ১০টার সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা করা হয়েছে।