শামছুল আলম আখঞ্জী, তাহিরপুর (সুনামগঞ্জ)
সারাদেশে জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপম্পেই উদযাপন করা হবে।এর সাথে মিল রেখে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩৪ হাজার ৫শত জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইনের সেবা কার্যক্রম অনুষ্টিত হবে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, ১৯২টি স্বাস্থ্যসেবা সেন্টার থেকে ৫শতজন স্বাস্থ্য কর্মী, এ- সেবা প্রদান করবেন। উক্ত ক্যাম্পেইনে ৬-১২মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের একটি জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর্জা রিয়াদ হাসান বলেন, জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুলে রয়েছে, রাতকানা ও রোগ প্রতিরোধের বিশেষ উপদান। তাই প্রতিটি শিশুর অবিভাবক যেন, নিজ সন্তানের মঙ্গলের জন্য, নিজ দায়িত্বে এ সেবা গ্রহণ করেন। এতে আপনার সন্তান সুস্থ থাকবে। তিনি আরও বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে, জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন, স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সফল করে তুলি। এ কার্যক্রমকে সফল করে তুলতে, আগামী কাল ১২ডিসেম্ভর রোজ মঙ্গলবারে, স্বাস্থ্যসেবা সেন্টারে গিয়ে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে, প্রত্যেকের সন্তানকে ভিটামিন-এ প্লাস ক্যােপসুল সেবন করানোর জন্য, আহবান জানান তিনি।