এস এ আখঞ্জী,তাহিরপুরঃ
জেগেছেরে জেগেছে, যুব সমাজ জেগেছে, এই স্লোগানকে সামনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে, মাদক ও জুয়া খেলার বিরুদ্ধে, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২মে) সন্ধা ৭টার সময় উপজেলার শ্রীপুর বাজার এলাকায়, স্থানীয় যুব -সমাজের আয়োজনে, উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী’র নেতৃত্বে, শ্রীপুর বাজারের
আওয়ামী লীগ অফিসের সামন থেকে মাদক ও শিলং তীর, ছক্কা, ডাব্ভোয়া নামক জুয়া খেলার বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বেড় করে, বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে, বাজারের পশ্চিম পাশের বাঁধের মূল পয়েন্টে এসে মিলিত হয়। ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,শ্রীপুর উত্তর ইউনিয়ন যুব-দলের সভাপতি(যুব-নেতা জিয়াউর রহমান আখঞ্জী,তারিকুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোরছালিন,মুক্তার হোসেন আখঞ্জী, ইয়ামিন মিয়া,পালুয়ান শাহ,সালেহ আহমদ, তারিকুল হাবিব,শামু মিয়া,খাইরুল আমিন,সাব্বির আহমদ,আহাদুল মিয়া,জাকির হোসেন,আলাল মিয়া,জালাল খাঁ,বাচ্চু মিয়া,হাইউল মিয়া,মনির মিয়া,হাসান মিয়া,তানজিল মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বক্তারা বলেন জুয়া খেলা ও মাদক সেবন বন্ধ না করলে আমাদের স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ যু-সমাজ দিনের পর দিন ধ্বংস হয়ে যাবে।এই ভয়ানক মাদক জুয়া খেলার কারনে এলাকায় চুরি ডাকাতির ঘটনাও ঘটছে,তাই শ্রীপুর বাজার কমিটি নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ অতিদ্রুত এই জুয়া খেলা ও মাদক সেবন বন্ধ করুণ আমরা যুব-সমাজ আপনাদের পাশে আছি।