শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু কর্নার হল কনফারেন্স রুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,
,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা উদযাপন কমিটির সভাপতি সুবাস পুরস্কাত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আমিনুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।