এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
ইংরেজি নববর্ষের শুরুতেই, সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে নতুন বই তোলে দেওয়া হয়েছে। তার সাথে সংগতি রেখেই, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের শুভ উদ্বোধন করেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল ও নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
আজ রবিবার পহেলা জানুয়ারি সকাল ১০টার সময় উপজেলার সদর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। এরপর থেকেই সকল প্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিনামূল্যে বিতরণ করেছেন প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক -শিক্ষিকা বৃন্দ। হাতে নতুন বই পেয়ে, শিক্ষার্থীরা আনন্দিত হয়ে ফিরেছেন নিজ গৃহে।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুহিবুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদ হাসান, প্রভাষক আসিকুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক রজব আলী, মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মীরা রানী জোয়ারদার প্রমুখ ।