তাহিরপুর প্রতিনিধিঃ
আইন মেনে সড়কে চলি” নিরাপদে ঘরে ফিরি, এ প্রতিপাদ্যকে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়’ নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিষদের সামনে থেকে র্যালি শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি।
তিনি বক্তব্যে বলেন, যানবাহনের ড্রাইভাররা যদি আইনের প্রতি শ্রদ্ধা শীল হউন। তবে দুর্ঘটনা হ্রাস পাবে। আর যদি সবাই সরকারি নীতি অনুসরণ করে পথ চলি, তবে নিরাপদ সড়ক। আসুন আমরা সবাই মিলে, ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদ সড়ক গড়ি। এ দিবসের মূল লক্ষ সফল করি।
এ সময় উপস্থিত ছিলেন, সংবাদ কর্মীসহ , মটর সাইকেল, সিএনজি ও অটো চালকগণ।