শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুরে, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন কতৃক আয়োজিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩জুলাই) বিকালে উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে, বালিজুরী ইউনিয়ন বনাম উত্তর শ্রীপুর ইউনিয়নের দু দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। ৪-২ গোলে
উত্তর শ্রীপুর ইউনিয়ন টিমকে পরাজিত করে
বিজয় অর্জন করে বালিজুরী ইউনিয়ন টিম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সুনামগঞ্জ এক আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
এসময় উপস্থিত ছিলেন, ফুটবল টুর্ণামেন্ট গোল্ড কাপ পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক জেলা আওয়ামীলীগ সহ সভাপতি রেজাউল করিম শামিম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমল কর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোদ্দাসির আলম সবুল, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলী হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, মিলন মেম্বার প্রমুখ। এছাড়াও ফুটবল প্রেমী স্থানীয় লোকজনতা।
খেলার নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায়, টাইব্রেকারের মাধ্যমে, উত্তর শ্রীপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট টিমকে ৪-২ গোলে পরাজিত করে, বিজয়ী হয়েছে বালিজুরী শ্রীপুর ইউনিয়ন।