শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

তাহিরপুরে বাজার কমিটির সভাপতি’ মো.ইমানুর মিয়ার উদ্যোগে বাজার ভরাট

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৭ বার পঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার নয়াবন্দ’র গলিতে। শ্রীপুর বাজার কমিটির সভাপতি মো. ইমানুর মিয়ার উদ্যোগে ও বাজার ব্যবসায়ীদের সহযোগিতায়। শ্রীপুর বাজার নয়াবন্দ গলি রোডে বালি দিয়ে বাজারের রাস্তার ভরাট কাজ চলছে।

জানাযায় বন্যা হলেই, শ্রীপুর বাজার উচু না থাকায়,বাজারের ভিতরে সবসময় কাদা ও পানি জমাট থাকে। শ্রীপুর বাজার সকল ব্যবসায়ীদের দোকানের সামনে তাকে পানি, এছাড়াও বাজারে আসা ক্রেতারা পড়তে হয় ভোগান্তিতে।

শ্রীপুর বাজারের দায়িত্বশীল অভিভাবক, মো.ইমানুর মিয়ার,নজরে আসলেই।
তিনি বাজারে থাকা,সকল ব্যবসায়ীদের নিয়ে আলাপ আলোচনার শেষে সবসর সম্মতিক্রমে ও অর্থনৈতিক সহযোগিতায়। তিনি নিজে উপস্থিত থেকে শ্রীপুর বাজারে ৩ জুলাই শুক্রবার থেকে বাজার ব্যবসায়ী,মো.মোশাহিদ আলীর দোকান থেকে, ছুরতজাম্মান এর দোকান পর্যন্ত নৌকা দিয়ে বালি আনিয়ে রোড ভরাটের কাজ করাচ্ছেন।

বাজার ভরাট কাজে শ্রীপুর বাজারের সকল ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা, সভাপতি মো.ইমানুর মিয়ার,এমন মহতি উদ্যোগ সবাই খুশি হয়েছেন।

এব্যাপারে শ্রীপুর বাজার কমিটির সভাপতি মো.ইমানুর মিয়া বলেন,আমি যতদিন বাজার কমিটির সভাপতির দায়িত্বভার উপরে আছে।

আমি সবসময় বাজার কমিটির সকল সদস্য,ও ব্যবসায়ী ভাইদের সুখে দুঃখে পাশে আছি।ইনশাআল্লাহ আমি সবসময় পাশে থাকতে চাই।

মুলতঃ আমার বাজারের সকল ব্যবসায়ী ভাইদের স্বার্থেই আমার বাজার কমিটির সভাপতি হওয়া।এজন্য বাজারের সকল ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্য,ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন।
আমার উপর থাকা, বাজারের অর্পিত দায়িত্বটা যেন সততার সঙ্গে পালন করতে পারি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।