সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ

তাহিরপুরে বীজ রোপণে ব্যস্ত কৃষক 

শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ)
  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯৩ বার পঠিত

 

শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার  অধিকাংশই  ভূমি পানির নিচে নিমজ্জিত। কার্তিক -অগ্রহায়ন মাসেই, বীজ বপনে উপযোগী হয়ে ওঠে। তখন  কৃষক কৃষাণীরা দিন-রাত, কঠোর পরিশ্রমের মাধ্যমে  চাষবাদ ও আগাছা মুক্ত করণে, নিবিড় পরিচর্যায় বীজ রোপণে, ব্যস্ত সময় পাড় করেন।

উপজেলার ৭টি ইউনিয়নের উল্লেখযোগ্য হাওর শনি, মাটিয়ান, হালি, পালইসহ,বর্ধিত গুরমায় বোরোধানের ফসল উৎপাদনে শীর্ষে রয়েছে। আর এসব হাওরের তীর বা কান্দা হেমন্তের মাঝামাঝি সময়েই, ভূমি জেগে ওঠায়, কৃষক কৃষাণীরা বীজ তলার কাজ শেষ করে বীজ রোপণে ব্যস্ত সময় পাড় করেন। মাস, দুই- তিনের পর চারা লাগাবেন হাওরের (ক্ষেতে) বা জমিতে। তাই দ্রুত বীজ রোপণ করে যাচ্ছেন কৃষকরা। অন্য থায় চারা গুলো ছোট থাকলে, জমির পানিতে তলিয়ে গেলে পাতা পচনধরার আশংকা। এ কারণে পচনরোধে, দুর্বার গতিতে বীজ তলার কাজ শেষ করছেন।

হাওর পাড়ের কৃষক শাহীন  বলেন, হেমন্ত চললেই শীতের বার্তা পৌঁছে দেয়,তখন  আকাশের কোয়াশার বিন্দু বিন্দু জল,গাছ -বৃক্ষ, তরু লতার শিশির  ভিজিয়ে  উর্বরতা শক্তি বৃদ্ধি করে ।  একারণে খুব সর্তকতার সহিত ধানের বীজ ভিজানো, ঝাঁক বেঁধে দেওয়া, অঙ্কুর না আসা পর্যন্ত শ্রম দিতে হয় বীজে। আর তা, নিদিষ্ট সময়ে মধ্যে বীজ তলায় রোপণের কাজ শেষ করতে হয়।
অন্য থায় ভালো চারার, আশা করা যায় না।
আর ভাল চারা না হলে,, বাষ্পার ফসলের কল্পনাই করা যাবে না,,তাই সঠিক সময়ের মধ্যে বীজ তলার কাজ শেষ করতে হয়। তাই কৃষক  দিন রাত কাজ করে যাচ্ছেন। এর সাথে  পরিমাণ মাফিক জল-সার কীটনাশক ও দিতে হয়।আর এবার ত দ্রুত গতিতে পানি  কমে যাচ্ছে।

তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা’র কাছে জানতে চাওয়া হলে? তিনি বলেন, এ উপজেলায় ৩২ হেক্টর ভমিতে বীজ রোপণ করা হয়। এর মধ্যে  উপজেলার কৃষি অধিদপ্তর হতে ২৯শতজন কৃষককে, জনপ্রতি ২ কেজি করে (মোট ৫টন ৮০০কেজি)  হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে দেওয়ার হয়েছে ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।