শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার সময় তাহিরপুর উপজেলা গণ মিলনায়তনে,
উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ও শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। উক্ত সভায় তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালাম পারভীন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, বীর মুক্তিযোদ্ধা আঃ শহীদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলার নির্বাহী কর্মকর্তা সালাম পারভীন,মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোরা তোলে দেন। এ-র পূর্বে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনার যাত্রা শুরু হয়। এ-রপর শহীদ মিনারে গিয়ে মুক্তি যোদ্ধার স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
শান্তির পথিক পায়রা মুক্ত, বেলুন আকাশে উড়িয়ে, সকাল ৮টার সময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা সালাম পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন। এসময় পুলিশ,বীর মুক্তি যোদ্ধা, আনসার ও ভিডিপি বিএনসিসি,স্কাউট, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন এবং খেলাধুলা অনুষ্ঠিত হয়। এসময় তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রোগ্রামার অফিসার ইমরান হোসেন, প্রেসক্লাবের সভাপতি রমেূ্ন্দ্র নারায়ণ বৈশাখ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী আখঞ্জী, বীর আঃখালেক, প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা,উপজেলা প্রশাসনের কমকর্তা কর্মচারী বৃন্দসহ নানা শ্রেণি পেশার স্বাধীনতাগামী মানুষজন মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানের, ছাত্র ছাত্রী, শিক্ষক -শিক্ষিকারা বিজয়ের র্যালী বেড় করে, একাধিক সড়ক প্রদক্ষিনে বিজয় দিবসের স্লোগানে মুখরিত করছেন।