এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় (১৪ডিসেম্ভর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ- দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর প্রকৃতিতে পুষ্পস্তপক অর্পণ, সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ঞ্জলি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৪ডিসেম্বর) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজন,
বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবুল কাশেম, নারী নেত্রী আইরিন আক্তারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।