শামছুল আলম আখঞ্জী তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় আক্তার হোসেন(১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ই আগষ্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমার
উপরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, শনিবার সকালে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উপজেলার সীমান্তের লাকমা ছড়ার পাশে (মেঘালয়ের চাঙ্গের ছড়া) দিয়ে চোরাই পথে কয়লা আনতে যায় আক্তার।
কয়লা বস্তাভর্তি নিয়ে আসার সময় পাথর চাপায় গর্তে পড়ে গিয়ে মৃত্যু বরন করে আক্তার ।
নিহত ব্যক্তি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের
লাকমা গ্রামের আব্দুল নূরের ছেলে আক্তার হোসেন (১৬)।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর সততা নিশ্চিত করে বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।