এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
শেখ হাসিনা সরকার, জনগণের দুর গোরায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে, দুর্গম হাওরাঞ্চলের তাহিরপুর উপজেলার হাসপাতালে, সিজারিয়ান সেকশন চালুর মাধ্যমে, প্রথম বারের মত প্রসূতি মায়ের অস্ত্রোপচার মাধ্যমে কন্যা সন্তান প্রসব করানো হয়েছে।
২৫ই জানুয়ারি বুধবার দুপুর ১টার সময় উপজেলা সদর হাসপাতালে প্রসূতি শাবানা বেগমকে অস্ত্রোপচারে কন্যা সন্তান জন্ম দেন। সিজারে অস্ত্রোপচার করেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেন। এসময় সঙ্গে ছিলেন, Anesthesiologist ডাঃশুভ্র দেবনাথ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল মামুন,মেডিকেল অফিসার ডাঃজুনায়েদ সরকার, ডাঃসাফিকুল ইসলাম,SSN Incharge নুসরাত জাহান,OT Incharge জনাবা সোনিয়া আক্তার ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী প্রমুখ ।
১৯৭৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর ৪৫ বছর ধরে এসমন সেবা চালু হয়ি। এই মহতি উদ্যোগ চালু করায়,শেখ হাসিনা সরকারকে সাধুবাদ জানিয়েছে উপজেলার সর্বস্তরের লোকজনতা।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার – পরিকল্পনা পঃপঃ কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান বলেন, সামান্য খরচে প্রতি সপ্তাহের বুধবারের এ সেবা প্রদান করা হবে। সিজারের জন্য সুই-সুতাসহ আনুষঙ্গিক সমূহের ঔষধ বাহির থেকে কিনতে হবে। এতে দুই- তিন হাজার টাকার খরচ হবে। আর দুই জন দরিদ্র প্রসূতি মাকে সিজার বিনামূল্যে হবে। তিনি আরও বলেন, আগামী বছর থেকে প্রতিদিন এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। বিনা মূল্যে অধিক জন হওয়ার কথা রয়েছে।