আব্দুল্লাহ আল মামুন (আন্তর্জাতিক)নিজস্ব প্রতিনিধিঃ
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশে বৃহস্পতিবার (০১/১২/২০২২) একটি একক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং বিমানে থাকা দুইজন নিহত হয়েছে।
জানা যায়, বুরসার কেন্দ্রীয় ওসমানগাজি জেলার ওভাকাকা এলাকায় একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টের কর্মীরা একটি উড়ন্ত বিমান তাদের কাছাকাছি একটি খালি জায়গায় বিধ্বস্ত হতে দেখতে পায়।
বিমান বিধ্বস্তের সংবাদ পেয়ে অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান এবং বিমানে থাকা দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন।
তথ্যে জানা গেছে, বিমানটি একটি প্রশিক্ষণ বিমাস ছিল এবং উত্তর-পশ্চিমে সাকারিয়া প্রদেশের পামুকোভা জেলা থেকে উড্ডয়ন করেছিল, গভর্নর ইয়াকুপ ক্যানপোলাট আনাদোলু এজেন্সি (এএ) এই তথ্য নিশ্চিত করেছেন।তবে বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।