বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু।

দক্ষিণাঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে শেখ হাসিনার সরকার-খুসিক মেয়র

মল্লিক জামান, বাগেরহাট উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পঠিত

 

মল্লিক মোঃ জামান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, দক্ষিণাঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অধিকাংশ অবকাঠামো উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন যে, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে চলাচলের জন্য কোন রাস্তা ছিলনা। কোন খালের উপর ছিল শুধু সাঁকো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল জরাজীর্ণ। আজ সে সমস্ত সাঁকোর স্থানে হয়েছে ব্রিজ ও কালভার্ট আর জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ভবন নির্মিত হয়েছে। এই রামপাল মোংলায় যত উন্নয়ন তা সবই হয়েছে শেখ হাসিনা সরকারের হাত ধরে। তিনি আরও বলেন যে, শরীরকে সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা দরকার। এছাড়া যুব সমাজ মাদকসহ অন্যান্য খারাপ আসক্তি থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে খেলাধুলার দিকে বেশি বেশি অংশগ্রহণ করানো দরকার।
রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ৫৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।

রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স,
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, শেখ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল, শেখ শরিফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।

মল্লিক মোঃ জামান
রামপাল, বাগেরহাট।
মোবাঃ ০১৯৯৬-৬৬৫৯৭২

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।