দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে অভিভাবককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সখিপুর ইউনিয়েনের উত্তর সখিপুর গ্রামের বাপি বিশ্বাসকে এ জরিমানা করা হয়।
জানা গেছে, অপ্রাপ্ত বয়সী উত্তর সখিপুর গ্রামের বাপি বিশ্বাসের কন্যাকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে গোপনে বিয়ের দেওয়ার আয়োজন করা হয়। এ খবর পেয়ে ১১ জুন উপজেলা মহিলা বিষয়ক অফিসের পক্ষ থেকে মেয়ের বাড়িতে হাজির হয়ে সব আয়োজন পন্ড করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের মোবাইল কোর্টে আনা হয়। এসময় বাল্যবিবাহ সংঘটনের দায়ে কন্যার পিতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে মেয়ের বাবা জরিমানা দিয়ে মুক্তি পান। তবে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত ছেলেমেয়ে ঘর-সংসার করতে পারবে না এই মর্মে অঙ্গিকার প্রদান করেন মেয়ের পিতা। এছাড়া মেয়ে বাবার হেফাজতে থাকবে এবং পড়ালেখা চালিয়ে যেতে হবেও মুচলেখায় উল্লেখ করা হয়। একই সাথে বাল্যবিবাহ বন্ধ হওয়া ছেলেমেয়ের বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রতি সপ্তাহে মনিটরিং করে উপজেলা নির্বাহী অফিসাকে রিপোর্ট করতে হবে বলেও নির্দেশ প্রদান করা হয়।
পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গ্রামপুলিশকেও নজরদারি রাখার নির্দেশনা দেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তী।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, ইউপি সদস্য সাজু পারভীন।