এস এম তাজুল হাসান সাদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
ধান ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইদুর মারার ফাঁদ তৈরি করে, সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন গেল ৫৫ বছর বয়স্ক কৃষক মফেল উদ্দীনের। মফিল উদ্দিন এর পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামের কাদের গাজীর ছেলে মফেল উদ্দিন তার বাড়ির পাশে ১ বিঘা জমিতে আমন ধানের চাষ করে। সেখানে ইঁদুরের উপদ্রব বেড়ে গেলে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩ টা ৩০ মিনিটের দিকে মফেল উদ্দিন তার বাড়ি থেকে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে চিকন খোলা তারের মাধ্যমে ধানক্ষেতে চারপাশে বেষ্টনী করে ইদুর মারার ফাঁদ তৈরি করে। বিদ্যুৎ লাইন চালু করে ধান ক্ষেতে তৈরিকৃত বেষ্টনীতে টেস্টার দিয়ে পরীক্ষা করতে গেলে অসতর্ক অবস্থায় তার হাত বেষ্টনীর তারে জড়িয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয় । পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে চৌমুহুনি বাজারের গ্রাম্য চিকিৎসক শ্যামল এর চেম্বারে নিয়ে গেলে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মফেল উদ্দিন গাজী দীর্ঘদিন ধরে কাঠ কয়লার ব্যবসা করতেন এবং নেংগী হাটখোলা জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে।
তার আকস্মিক মৃত্যুতে আত্মীয়-স্বজন প্রতিবেশী এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা যায়।