মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অবৈধভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে, পানি উন্নয়ন বোর্ডের নদীরক্ষা বাঁধের সরকারি গাছ প্রকাশ্যে কেটে নিচ্ছে একটি প্রভাবশালী মহল। গাছ কেটে নেওয়ার ফলে রাস্তার দুই পাশের মাটি ধসে হুমকির মুখে পড়ছে নদী রক্ষা বাঁধ, অপরদিকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছেন সরকার। স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অভিযোগ করে মিলছে না প্রতিকার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ভারশোঁ ইউপির চৌবাড়িয়া ব্রিজ হতে, শীবনদীর পূর্ব পাশের নদীরক্ষা পানি উন্নয়ন বোর্ডের রাস্তা পাকা করনের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজের প্রয়োজনে কিছু গাছ ও ডালপালা সরিয়ে ফেলেছেন। আর এরই সুযোগে রাজেন্দ্রবাটি, সুগুনিয়া, ও শ্রীকলা গ্রামের নাসির আলী, আব্বাস আলী, জসীমউদ্দীন ও আতাউর রহমান, হুজুর আলী সহ অনেকেই পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় থাকা ইউক্যালিপটাস লাটিয়া তাল রেন্টি ও সুবিশাল লাল পাইকড়সহ বিভিন্ন প্রজাতির লক্ষ লক্ষ টাকার গাছ কেটে তড়িঘড়ি করে কম দামে বিক্রি করছেন।
এসব বিষয়ে গাছ বিক্রেতারা বলছেন, নিজ নিজ পজিশনে থাকা গাছগুলো, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান (সুমনের) হুকুমে কেটে নেওয়া হচ্ছে। তবে ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান (সুমন) গাছ কাটার হুকুম দেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমার মান ক্ষুন্ন করার জন্য মিথ্যে গুজব ছড়াচ্ছে একটি মহল।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক জানান, গাছ কাটার বিষয়ে আমাদেরকে কোন কিছুই জানানো হয়নি। পানি উন্নয়ন বোর্ডের রাস্তার গাছ কেটে নেওয়ার খবর পেয়ে পুলিশের সহায়তায় ইতিমধ্যেই বেশ কিছু গাছ জব্দ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।