মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় কর্মকর্তাদের ম্যানেজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার নুরুল্যাবাদ ইউপির জোতবাজার এলাকায়, চক ইসলামপুর গ্রামের আবুল কাশেম ও দক্ষিণ নুরুল্ল্যবাদ গ্রামের আকবর মুহুরী পাউবো’র অধিগ্রহণকৃত জমি দখল করে ভবন নির্মাণ কাজ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের কাজ দেদারসে চালিয়ে যাচ্ছেন। আত্রাই নদীর পশ্চিম ধারে জোতবাজার এলাকায় বন্যা নিয়ন্ত্রিত বাঁধের ভিতরে পাকা রাস্তার উত্তর পার্শে পানির নিষ্কাশনের নালা বন্ধ করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন আবুল কাশেম ও আকবর মুহুরী। ইতিমধ্য অবৈধ স্থাপনা অপসারন করার জন্য নোটিশ প্রদান করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এখনও নির্মাণ কাজ অব্যাহত রয়েছন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি জানান, পাউবো’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সখ্যতা করেই এসব ভবন বা স্থাপনা নির্মাণ করছেন। ফলে বারবার লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না। তাই নির্বিঘ্নে অবৈধভাবে সরকারি জমিতে ভবন নির্মাণ করেও পার-পেয়ে যাচ্ছেন কতিপয় প্রভাবশালী ব্যক্তি। এতে করে বেহাত হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি।
এ ঘটনায় নির্মলাধীন ভবনের মালিক আকবর মুহুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা সরকারের অধিগ্রহণকৃত সম্পত্তিতে নয় বরং নিজেদের ক্রয় কৃত সম্পত্তিতে ভবন নির্মাণ করছি। পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ করা হয়েছিল। আমার তাদের সাথে কথা বলেই কাজ করছি।
এব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক এর কাছে জানতে চাইলেন তিনি বলেন, ইতিমধ্যেই ভূমি কর্মকর্তাকে পানি উন্নয়ন বোর্ডের সীমানা চিহ্নিত করতে বলা হয়েছে। পাউবোর জমিতে ভবন নির্মাণ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।