মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে গাঁজাসহ শ্রী অশ্বিনীকান্ত প্রামাণিক (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা দিকে উপজেলার গুজিশহর সাতপুকুরিয়া মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর সাতপুকুরিয়া গ্রামের রামকান্ত প্রামনিকের ছেলে।
সূত্র জানায়, অফিসার ইনর্চাজ আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনজিল সিদ্দিকী সহ সঙ্গীও ফোর্স নিয়ে গুজিশহর সাতপুকুরিয়া মোড়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ অশ্বিনীকান্তকে আটক করা হয়।
এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে, তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।