সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অবস্থিত বরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও মাদ্রাসা সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুস গ্রহণ পূর্বক অর্থ আত্মসাত্ত, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, নিয়ম বহির্ভূতভা ভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের চাকুরির বিধিমালা অনুসরণ না করে অবৈধভাবে ঐ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি আবেদনকরী মানিক হোসেন নামে এক ভুক্তভোগ জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রামগাঁ গ্রামের মো. আফছার আলীর প্রতিবন্ধি ছেলে মো. মানিক হোসেন, বরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের আবেদন করেন। কিন্তু মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল মান্নান চাকরি প্রত্যাশী মানিক হোসেন কে ডেকে ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত ১৫ লাখ টাকা দিতে না পারায়, ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের নিকটতম এনামুলকে ১৫ লক্ষ টাকার বিনিময় নিয়োগ প্রদান করেন। এছাড়াও আয়া পদে খাইরুন নেছাকে ১২ লাক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও রামগা গ্রামের আল মামুন নামে একজনের কাছ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা হাতিয়ে নেন মাদ্রাসা সুপার আব্দুল মান্নান। এছাড়াও রামগাঁ গ্রামের স্থানীয় বাসিন্দা ভুক্তভোগ আলামিন, রেজাউল ও আল মামুন জানান, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ইতিপূর্বে ও তিনটি প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব পালনকাল অন্তত ৩৫ থেকে ৪০ জন কে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য অভিযোগ করেন তারা। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের কাছে নিয়োগ বাণিজ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহ, বানোয়াট, আমার ক্ষুন্ন করার জন্য একটি মহল এসব গুজব ছড়াচ্ছে। অপরদিকে মাদ্রাসার সুপার আব্দুল মান্নান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো.লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।