সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর পূর্ব শত্রুতা জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ৫ লক্ষ টাকা লুটের অভিযোগ।

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৫ লক্ষ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৭শে আগস্ট বৈকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাশোঁপাড়া ইউপির চকরামানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক সোলায়মান হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার পাঁচজনের নামে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন চকরামানন্দ গ্রামের অর্জুনের মোড় এলাকায় অবস্থিত মা বাবার দোয়া ফার্নিচার ও মার্ট এন্ড ভিশন শো -রুমে, প্রতিপক্ষের আব্দুল জলিল, আবুল হায়াত গোল্ডেন, স্বাধীন ও আফজাল হোসেনসহ অজ্ঞাত ৪/৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করিয়া দোকানের ২টি সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করে দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে ফ্রিজের ডিলারকে দেওয়ার জন্য রাখা ৫ লক্ষ টাকা ওয়ারড্রপ এর তালা ভেঙ্গে লুট করে নিয়ে যায়।

এ সময় চকরামানন্দ গ্রামের মৃত জনাব আলীর ছেলে দোকান মালিক সোলায়মান ও তার ম্যানেজার ফজলুর রহমান বাধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে গুরুতর যখন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সোলাইমান গংদের মধ্যে জমি পাবো, তাই সেখানে গাছপালা লাগানোর জন্য গিয়েছিলাম কিন্তু টাকা পয়সা নেওয়া বা কাউকে মারপিট করা হয়নি। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধি

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।