মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার ৪নং চাঁন্দাশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রামপুলিশ প্রতিবন্ধী সবিজ উদ্দীন মন্ডলের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের হলরুম এ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জা (ওসি) মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল বাবু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার, চাঁন্দাশ ইউপি সাবেক সচিব বিমল চন্দ্র সরকার ও অবসরে যাওয়া গ্রামপুলিশ সবিজ উদ্দীন মন্ডল। একই সাথে সদ্য বদলিকৃত ইউপি সচিব বিমল চন্দ্র সরকারকে বিদায় সংবর্ধনা ও নব যোগদানকৃত ইউপি সচিব মোমিনুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক ইউপি সদস্য ও মহিলা সদস্য, গ্রামপুলিশ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময়ে ইউপি চেয়ারম্যান মাহমুদার নবী পরিষদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।