মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ২০২২–২০২৩ অর্থ বছরের (২য়) পর্যায়ের (ইজিপিপি) অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কুসুম্বা ইউপির কুসুম গ্রামের একটি গ্রামীণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধনের মধ্য দিয়ে ৩৬ দিনের এই কর্মসৃজন কর্মসূচি উদ্বোধন করা হয়।
উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আন্জুমান বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ গ্রাম পুলিশ এবং কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, একই সাথে উপজেলার ১৪টি ইউনিয়নের ২০৫৭ জন সুবিধাভোগী শ্রমিক দিয়ে ৬৬ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।