মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালন করা হয়েছে। দুর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এই দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি, চিত্রাংকন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা শাকিল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী এনায়েত হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, আনসার ভিডিপি কর্মকর্তা ইলা, ও মান্দা ফায়ার সার্ভিস স্টেশনে ইনচার্জ আবুল কাসেম প্রমুখ।
অপরদিকে “হাতের পরিছন্নতায় এসো- সবে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোঁয়া দিবস -২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে প্রত্যেকের মাঝে একটি করে হাত ধোঁয়া স্যাভলন সাবান প্রদান করা হয়।