মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় কবরস্থানের জায়গা দখল করে পুকুর খননের অভিযোগ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জোরপূর্বক কবরস্থানের জমি দখল করে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১নং ভারশোঁ ইউপি চৌবাড়ীয়া বাজার সংলগ্ন পশ্চিম দিকে মালশিরা গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায় মালশিরা গ্রামের মৃত বুধা প্রামাণিকের দুই ছেলে ইসরাফিল ও বাবুল এবং একই গ্রামের আতাউর রহমানের যৌথ মালিকানা পুকুরের খনন কাজ করছেন। ঐ পুকুরের দক্ষিণ পার্শ্বে একটি কবরস্থান রয়েছে। সেখানে বহু মৃত ব্যক্তির কবর রয়েছে। চৈবাড়িয়াহাট মৌজার জেল নং ১৬৩ খতিয়ান নং ৫২ দাগ নং ২০৭ জমির পরিমাণ ২৮ শতক জমিতে কবরস্থান রয়েছে। এই কবরস্থানের জমি দখল করে পুকুরের কাজে ব্যবহার করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেক স্থানীয় ব্যক্তির অভিযোগ ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজের ক্ষমতার দাপটে কবরস্থানে প্রায় ২শতাংশ জমি দখলে নিয়ে পুকুরের পাহাড়ী( সিমানা) নির্মাণ করেছেন। বারংবার নিষেধ করা সত্ত্বেও তিনি ক্ষমতার দাপটে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ভূমি অফিসের নায়েব মাহবুব আলম জরিপ করে সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দেওয়া শর্তেও কবরস্থানের জমিতে পুকুর খনন করে দখল করে নিয়েছে।

তবে এ ঘটনায় ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ উদ্দিনের কাছে কবরস্থানের জায়গা দখল করে পুকুর খননের বিষয় জানতে চাইলে তিনি বলেন, পুকুরটি আমার আর আমি খনন করছি, কবরস্থানের সাইডে পুকুরের পাহাড়ি বেঁধে দিয়েছি এটাই বড় ভাগ্যে। কবরস্থানের জায়গা দখল করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীকালই লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।