মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় নব বিবাহিত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১শে মে) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোট গাড়ী গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয় । নিহতের নাম উজ্জ্বল হোসেন (৩৬), সে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানান, নিহত উজ্জ্বল হোসেনের প্রথম স্ত্রী শারিরীক অসুস্থতা জনিত কারণে ৬মাস পূর্বে মৃত্যু বরণ করেন । এরপর গত (১৯ মে) শুক্রবারে একই ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেন। এরপর শনিবার বিকেলে তার স্ত্রী ও কুলদারা (সঙ্গি) সঙ্গে নিয়ে নতুন শশুড় বাড়িতে যান।
সেখান থেকে আনুমানিক রাত ১২টার দিকে কাউকে না জানিয়ে পালিয়ে চলে আসে। এরপর আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাকে। পরবর্তীতে উভয় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে আজ রোববার সকালে নিহতের বাড়ির পাশে একটি আমের গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এ ব্যাপারে মান্দা থানার ভালো প্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান, গলায় মাফলার প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আসল কারণ জানা যাবে।