সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাহেন্দ্র – বাস সংঘর্ষে বোয়ালখালী যুবক নিহত চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক রাজগঞ্জ বিএনপি অফিসে কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল গাইবান্ধার সাঘাটায় বিএনপি-জামাতের মধ্যে সংঘর্ষ\ আহত-১০ দলের জন‍্য নিরলস ভাবে কাজ করে চলেছেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম‍্যান মফিজুর রহমান ২৪ এর শহীদ এর স্বরণে নাঙ্গলমোড়া আন্ত: গোন্ডকাপ ফুটবল টুণামেন্টে’র বর্ণাট্য ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন সিআইপি মনোনীত মুহাম্মদ জুলফিকার ওসমানকে সংবর্ধনা, দুই অসহায় পরিবারের পাশে ইসলামী নবজাগরণ সংগঠন গাজীপুরে ফ্রেন্ডস ক্লাব ৯৬, গাজীপুর এর ৫ম বর্ষপূর্তি ও ফ্যামিলি উৎসব অনুষ্ঠিত সাদপন্থীদের বিচারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না সালথায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

নওগাঁর মান্দায় দিন-দুপুরে ব্যবসায়ীকে মারপিট টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ।

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৮৫৪ বার পঠিত

মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দিন-দুপুরে মুদি দোকান ব্যবসায়ীকে মারপিট করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউপির কালিকাপুর বাজার সংলগ্ন (যদুর) মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহেল রানা (৪০) ঘাটকৈর গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে বলে জানা যায়। অপরদিকে অভিযোক্তরা করা হলেন, সদর ইউপির কালিকাপুর গ্রামের মৃত আঃ সালামের ছেলে সানোয়ার হোসেন ও তার স্ত্রী শিউলি বেগম (৩২)। এ ঘটনায় ভুক্তভোগী মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটানার দিন নিজ বাড়ি থেকে কালিকাপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে যদুর মোড় এলাকায় পৌঁছালে সানোয়ার ও তার স্ত্রী সোহেল রানার পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিটের এক পর্যায়ে হাসুয়া দ্বারা কুপমেরে রক্তাক্ত যখন করে। এ সময় তার কাছে থাকা ব্যবসায়িক ২৩ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ ঘটনার সত্যতা জানতে সানোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা সত্য নয়। তবে তার সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা কেটে যায়। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।