মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় নবাগত ওসি হিসেবে যোগদান করেছেন নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম। তিনি নাটোরের সিংড়া থানায় সুনামের শহিত দীর্ঘ ৩ বছর দায়িত্ব পালন শেষে বদলি হয়ে মান্দা থানায় ১১/১০/২২ইং তারিখে যোগদান করেন।
ইতিপূর্বে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওসি হিসেবে বগুড়ার কাহালু, পাবনার আতাইকুলা থানায় দায়িত্বপালন করেন। ওসি তদন্ত হিসেবে বগুড়া ও পাবনা সদরে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
তিনি ২০০১ সালে উপ-পরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। যোগদানের পর ২০১৬/১৭ সালে কর্মদক্ষতা, জঙ্গীবাদ নির্মূলে সাহসী ভূমিকা রাখায় একাধিকবার আইজিপি পদক ও ২০১৮ সালে পুলিশের সর্বোচ্চ বিপিএম পদক পান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করেন তিনি।
মান্দায়, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্যবিবাহ নির্মূলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন নুর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।