মোঃ রাহান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে, জয়দেব কুমার নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মান্দা সদর ইউপির ঘাটকৈর বাজার থেকে তাকে আটক করা হয়। ঐ যুবক উপজেল ভালাইন ইউপির বৈলশিংল গ্রামের দ্বিপেন্দ্রনাথ হাজেরার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়দেব কুমার একজন ফার্মেসী ব্যবসায়ী, সে ঘাটকৈর বাজারের রাতুল নামে এক ব্যক্তির সামনে মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কটুক্তি করে। এ নিয়ে জয়দেব ও রাতুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে একটি ঘরে আবদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
০১/০৯/২২ইং