মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক ভাড়াটিয়ে সন্ত্রাসী দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ১ল জানুয়ারি, নুরুল্লাবাদ ইউপির দোডাঙ্গী গ্রামে এক ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোডাঙ্গী গ্রামের মৃত লিরু সরদারের ছেলে হিয়াতুল্যা সরদার(৬৫) জানান, আমার ক্রয়কৃত সম্পত্তি যারা হাল দাগ ১৩৬০ দলিল নং ১০১৪৪ পরিমাণ ৮.২৫ শতাংশ ১/১১/১৭ইং তাং এ কবলা মুলে দখল করে আসিতেছি।
অপরদিকে বিবাদী একই গ্রামের প্রবাসী সুলাইমানের স্ত্রী শারমিন খাতুন(৩২) উক্ত জমি নিজেদের দাবি করিয়া ভাড়াটে লোকজন দিয়ে হিয়াতুল্যা সরদারের বসতঘরের দরজার সামনে থাকা পানির পাম্প, পানির ট্যাংক, বাথরুম, গোসলখানা-পাকা সীমানা প্রাচীর নির্মাণ করে জোরপূর্বক জমি দখলে নেন। এতে নিরুপায় হয়ে হিয়াতুল্যা ৯৯৯ নাম্বারে ফোন করেন আইনি সহায়তা চেয়ে। থানা পুলিশ এসে উভয় পক্ষ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় হিয়াতুল্যা সরদার বাদী হয়ে নওগাঁ আমলি আদালতের একটি মামলা দায়ের করেন।
তবে প্রবাসী সোলায়মানের এর স্ত্রীর শারমিন খাতুন জানান, ওই জমির প্রকৃত মালিক আমার স্বামী কিন্তু তারা দীর্ঘদিন ধরে জমি দখলে নিয়েছিলেন। বর্তমান আমরা ঘর বাড়ি করার জন্য গ্রাম্য সালিশের মাধ্যমে কাগজপত্র দেখে আমার জমি বুঝিয়ে নিয়েছি।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান ৯৯৯ এ কল করে আইনি সহায়তা চাই ভুক্তভোগী, পরে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।