মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবে সন্ত্রাসী জহির ও জাহাঙ্গীরের নেতৃত্বে বহিরাগতদের হামলায় সেক্রেটারী কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহত কালিগঞ্জ কৃষ্ণনগরে যুব অধীকার পরিষদের তিন নেতা গ্রেফতার,ষড়যন্ত্রের অভিযোগ নেতাদের  গর্জিয়াস গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সিগঞ্জে স্থাপনা গুড়িয়ে দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ি উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত । বেসরকারি টিভি চ্যানেল এস’র সিইও সুজিত চক্রবর্তী কর্তৃক হত্যাচেষ্টার প্রতিবাদে ‘মানববন্ধন’ কালিগঞ্জে রাস্তা নির্মানের ছয় মাসে নষ্ট,ছয়কোটি টাকার কাজ প্রশ্নবিদ্ধ জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারিদের সদা প্রস্তুত থাকার আহ্বান -মন্ত্রিপরিষদ সচিবের

নওগাঁর মান্দায় মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩২৪ বার পঠিত

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ মান্দায় “ছোট চক চাম্পক দাখিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণে নানা অনিয়ম, দুর্নীতি, ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া তো দূরের কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে চাঁদাবাজি সহ মামলার ভয়ভীতি ও কাজ বন্ধের হুমকি, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নির্বাচিত উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে চারতলা ভিত বিশিষ্ট একটি ভবন নির্মাণে ২ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। ভবনটির নির্মাণ কাজ পেয়েছেন নওগাঁর ঠিকাদার প্রতিষ্ঠান আকবর-মিলন (জেভি) কন্সট্রাকশন।

সূত্র জানায়, শর্ত অনুযায়ী ভবনটি নির্মাণে বেইজ ঢালাইয়ে নিচে স্পাইলিং না থাকায় অন্তত ২.৫ থেকে ৫ ফুট উচ্চতায় ০.৮ মাপের বালু দিয়ে ফিলিং করার কথা থাকলেও তা কাদামাটি মিশ্রিত ভরাট (বেলে মাটি সদৃশ) মাটি দিয়ে ফিলিং করে উপরে বালি ছিটে দেয়া হয়েছে। এছাড়া দেশীয় সর্বোচ্চমানের রড, সিমেন্ট, ব্যবহার ও ডিজিটাল মেশিনে ভাঙ্গানো কংক্রিট দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। সম্প্রতি নিম্নমানের (তিন নাম্বার) ইট ব্যবহার করা নিয়ে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

তবে মাদ্রাসার সুপার আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন (স্বপন) বলেন,। ভবনটির নির্মাণের কাজ চললেও ডিজাইন শিট,সিডিউলসহ নির্মাণের কোন তথ্য আজ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি কর্তৃপক্ষ। কাজে অনিয়মের বিষয়ে বারংবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো কাজ বন্ধের হুমকি প্রদান করেন ঠিকাদারী প্রতিষ্ঠন। উপ-সহকারী প্রকৌশলী আপেল মাহামুদকে ম্যানেজ করেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠ।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ছেকার আহমেদ শিসানের, কাছে জানতে চাইলে তিনি জানান সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন ছিল এই জন্যই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কি না। উত্তরে তিনি বলেন না তেমনটি না এ ব্যাপারে আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এতকিছুর পরেও আমরা কাজ করছি বেশি ঝামেলা হলে কাজ বন্ধ করে দেবো।

নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আপেল মাহমুদ এর কাছে, কাজে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্মাণ কাজে কিছু খারাপ ইট ব্যবহারের সত্যতা পেয়েছি সেগুলো পরিবর্তন করতে বলা হয়েছে। তবে কাজের সিডিউল দেখতে চাইলে তিনি টালবাহান করেন। তিনি আরো বলেন, বেইজ ঢালাই কাজের যে অভিযোগ এসেছে তা সত্য নয় বলে দাবি করেন তিনি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।