সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

 

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলার ১১নং কালিকাপুর ইউপি চেয়ারম্যান ও সজল ফিসারিজের স্বতাধিকারী আশরাফুল ইসলাম বাবু এ সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কালিকাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন চেয়ারম্যান বলেন, গত ৭ ও ৮ সেপ্টেম্বর দুইদিন ব্যাপি সজল ফিসারিজের দিঘীতে হুইল বড়শি দিয়ে মাছ শিকারের আয়োজন করা হয়েছিল। সেখানে মাছ শিকারের জন্য ৪০ হাজার মূল্যের ৫৮টি সিটের ব্যবস্থা করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে সৌখিন মাছ শিকারিরা টিকিট ক্রয় করে অংশ গ্রহণ করেন। মাছ শিকারের প্রথম দিনে নওগাঁ জেলা সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি ৪০ হাজার টাকা মূল্যের একটি সিটে টাকা ছাড়াই দাবী করেন। কিন্তু সব সিট বিক্রি হয়ে যাওয়ার কারণে (সাংবাদিক) পরিচয়দানকারী ব্যক্তিকে সিট দেওয়া সম্ভব হয়নি।
শিষ্টাচারের সহিত তাকে বলা হয়েছিল পরবর্তী সময়ে মাছ শিকারের আয়োজন করা হলে সিট দেওয়া হবে আশ্বস্ত করা হয়। কিন্তু তিনি এমন কথায় অসন্তুষ্টি হয়ে জেলা প্রশাসক নওগাঁ মহোদয়ের নাম করে হুমকি প্রদান করেন। মাছ শিকারিদের কোন অভিযোগ না থাকলেও সাংবাদিক পরিচয়দানকারি ব্যক্তিসহ অনেকে আমার বিরুদ্ধে মনগড়াভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। স্বার্থ হাসিল না হওয়ায় আমার বিরুদ্ধে মাছ শিকারের নামে প্রতারণা এমন শিরোনাম মিথ্যা সংবাদ প্রকাশ করে সামাজিক ভাবে হেয়প্রতিপন্নের করার চেষ্টা করছেন। এমন মিথ্যা সংবাদ প্রকাশ করায় তাদেরকে ধিক্কার জানান। জয়পুর হাট জেলার মৎস্য শিকারি আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আয়োজন টা অনেক সুন্দর ছিল কিন্তু আবহাওয়ার কারণে একটু সমস্যা হয়েছিলো। তার পরেও আমরা বিভিন্ন প্রজাতির ১ শত ৮৫ কেজি মাছ পেয়েছি। এছাড়া রাজবাড়ি থেকে আসা মৎস্য শিকারি দীপক কুমার জানান, সেখানে যারা অংশ নিয়েছে তাদের ৯০ শতাংশ মৎস্য শিকারী সন্তুষ্টি প্রকাশ করেছেন।আমরা ১৪/১৫ কেজি ওজনের সহ ছোটবড় সব ধরনের মাছ পেয়েছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।