মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় রাতের আঁধারে (ফলদ ৪টি) কলা গাছ কেটে ফেলে অপুষ্ট কলা নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩নং পরানপুর ইউপি পরানপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বাগান মালিক ও স্থানীয়। উপজেলার পরানপুর দক্ষিণপাড়া গ্রামের লালবর ঠাকুরের ছেলে আব্দুল হাকিম এই বাগান মালিক বলে জানা যায়। ভুক্তভোগ বাগান মালিক আব্দুল হাকিম জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে উঠে আমার স্ত্রীর শেফালী ছাগল বাঁধতে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখ গ্রামবাসীসহ স্থানীয় ইউপি সদস্যকে জানাই, তবে কখন কারা গাছগুলো কেটেছে সেটি আমরা দেখতে পাননি। এ ঘটনায় ৮নং ওয়ার্ল্ড ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। সেখানে কলা সহ কয়েকটি গাছ কাটা ছিল দেখেছি। তবে কে বা কারা এই গাছগুলো কেটেছে বাগান মালিক ও স্থানীয়রা কেহুই তা দেখেনি। তিনি আরো বলেন প্রতিপক্ষকে ফাঁসাতে, তৃতীয় পক্ষের কেউ এ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ধরনের কোন অভিযোগ আমাদের জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।