মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় নুরজাহান নামে (৩৮) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ-রাজশাহী সাবাই হাটের দূরে কালভার্ট সংলগ্ন মহাসড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছে।
নুরজাহান রাজশাহী মোহনপুর উপজেলার হাটরা গ্রামের শামচান প্রামাণিকের স্ত্রী, নুরজাহানের ছোট বোন শম্পা আক্তার জানান আমার বোন মানসিক ভারসাম্যহীন রোগী, বোনজামাই দেশের বাহিরে অবস্থান করছেন মাঝেমধ্যেই সকলের অগোচরে বিভিন্ন জায়গায় চলে যেত। গত কাল বুধবার গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে খবর পাই সবাই হাট এলাকায় তার লাশ পাওয়া গেছে।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশের উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।